ফরিদপুরে মাহিন্দ্রা-বাসের সংঘর্ষে নিহত ৪
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়ানের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাহিন্দ্রা ও মিজান পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর। 
তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায়  সকাল সাড়ে ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহণ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।  
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।