ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ড্রাইভারের


ফুলবাড়ীতে  ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ড্রাইভারের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোজাই ট্র্ক্টারের চাপায় প্রাণহাণি ঘটেছে ট্রাক্টরের ড্রাইভার একরামুল হক (৩৫)। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নিহত একরামুল হক ফুলবাড়ী সদরের কবিরমামুদ গ্রামের মৃত-আব্দুল জব্বারের ছেলে। সে দুই সন্তানের জনক ছিল। জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় আছিয়ার বাজার এলাকার লায়ন মিয়ার বালু পরিবহনের ট্রাক্টর নিয়ে একরামুল হক বের হয়। ট্রাক্টর আছিয়ার বাজার এলাকায় পৌঁছিলে ট্রাক্টরের চাকার পাম্পচার হয়। এ সময় ট্রাক্টরের ড্রাইভার একরামুল হক ট্রাক্টরটিতে জক এর উপর ঠ্যাস দিয়ে পাম্পচারকৃত চাকা খুলতে গেলে ভাসমান ট্রাক্টটি জক থেকে ¯পিল্ছে কেটে পড়ে যায়। এতে ট্রাক্টর ড্রাইভার একরামুল এর উপর চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।