বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে ফ্লাইওভারে রেলিং দুমড়ে মুচড়ে দুর্ঘটনায় ২ বাস।
অনলাইন নিউজ ডেক্স
এক্সপ্রেসওয়ের শ্রীনগরে ফ্লাইওভারে রেলিং দুমড়ে মুচড়ে দুর্ঘটনায় পরেছে ২ বাস। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সমষপুর ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মুখি নড়াইল এক্সপ্রেসের একটি বাস সমষপুর ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় ঢাকা মুখি গ্রীন লাইন পরিবহনের অপর একটি বাস গতি নিয়ন্ত্রন করতে না পেরে ফ্লাইওভারের রেলিংয়ের উপর উঠিয়ে দেয়। এতে গ্রীণ লাইন পরিবহনের বাসটি প্রায় ৩০ ফুট রেলিং দুমড়ে মুচড়ে ঘুরে মাওয়া মুখি হয়ে যায়। এসময় আতংকিত যাত্রীদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মাহফুজ রিবেন বলেন, বৃষ্টির মধ্যে দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রেলিং দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে গ্রীণ লাইন বাসটির যাত্রীরা রক্ষা পেয়েছে। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারনে রাস্তার দক্ষিন প্রান্তে প্রায় ১ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।