বিএনপি-জামায়াতের কারো গায়ে টোকা পর্যন্ত দেওয়া হয়নি: কৃষিমন্ত্রী


বিএনপি-জামায়াতের কারো গায়ে টোকা পর্যন্ত দেওয়া হয়নি: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, মধুপুর-ধনবাড়ী সম্প্রীতির শহর, শান্তির শহর। গত ১৫ বছরে মধুপুর-ধনবাড়ীতে বিরোধীপক্ষ বিএনপি, জামায়াতের কারো গায়ে একটি টোকা পর্যন্ত দেওয়া হয়নি। মধুপুর ধনবাড়ীতে এ সময় অনেক উন্নয়ন হয়েছে। টানা ক্ষমতায় থাকার কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। পঞ্চমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসা এবং তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর তিনি মধুপুর ও ধনবাড়ীর জনগণের প্রতি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমি ও আমার পরিবার সবার প্রতি চির কৃতজ্ঞ। নির্বাচিত হওয়ার পর দিন সোমবার দুপুর ১২টার দিকে মধুপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার খবরে দলের নেতাকর্মী, সমর্থকরা ফুল ও ফুলের মালা নিয়ে হাজির হন। মূল দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা, পরিয়ে দেওয়া হয় বিজয়ের মালা। পরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ড. রাজ্জাক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি (সহ-সভাপতি) ইয়াকুব আলী, মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনিসহ যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফলে নৌকা প্রতীকের ড. রাজ্জাক মধুপুর ও ধনবাড়ী উপজেলায় ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১২২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক পেয়েছেন ৪ হাজার ১৭৮ ভোট।