বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করুন


আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় পড়েছেন দেশের সাধারণ মানুষ ও শিল্পোদ্যোক্তারা। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে দেশের ব্যবসা-বাণিজ্য আরও ব্যয়বহুল হয়ে পড়বে। এতে দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় সক্ষমতা হারালে দেশের অর্থনীতির ওপর পড়বে এর নেতিবাচক প্রভাব। এ পরিপ্রেক্ষিতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন। গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয়ে বাজারভিত্তিক কাঠামোর কথা বলছে সরকার। বিশেষজ্ঞদের মতে, বাজারভিত্তিক কাঠামোর বড় শর্ত হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা অর্জন। বিদ্যুৎ ও গ্যাস খাতে আয় বাড়ানোর উদ্যোগের পাশাপাশি সরকার ব্যয় সাশ্রয়ে যথাযথ পদক্ষেপ না নিলে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হতে পারে। মূল্যস্ফীতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির ওপর আরও প্রভাব ফেলবে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে মানুষ, বিশেষ করে দেশের শিল্প খাত। এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি যেন মড়ার উপর খাঁড়ার ঘা। বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে দেশে অর্থনৈতিক সংকট এখন প্রকট। কাজেই বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি অব্যাহত রাখা উচিত বলে মনে করি আমরা। ব্যবসায়ী নেতারা বলছেন, চলমান বৈশ্বিক সংকটময় মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হয়নি। এতে পোশাকশিল্পসহ শিল্প খাতের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। ফলে ব্যাহত হবে বৈদেশিক মুদ্রার আয়। সরকার স্বল্প ও সীমিত আয়ের মানুষের সুরক্ষায় পদক্ষেপ না নিলে বাধ্য হয়ে মানুষকে ভোগ কমাতে হবে। এর ফলে দেশের বিপুলসংখ্যক মানুষ যদি অপুষ্টিতে ভোগে, তাহলে যে মানের জনশক্তি তৈরি হবে তা দিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ কতটা সফলভাবে মোকাবিলা করা যাবে-এ বিষয়েও সরকারকে ভাবতে হবে। বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে। আমরা মনে করি, বিদ্যুতের দাম না বাড়িয়ে এ খাতের সিস্টেম লস দূর করার বিষয়ে মনোনিবেশ করা উচিত সরকারের। ঘনঘন বিদ্যুতের দাম বাড়ানো হলে আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। সময়টা খুব খারাপ যাচ্ছে আমাদের। একদিকে করোনার ক্ষত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহণ ভাড়া বৃদ্ধি ইত্যাদিতে নাকাল হয়ে আছে মানুষের জীবন। এ সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা উচিত ছিল। এ পরিপ্রেক্ষিতে সরকারকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ থেকে সরে আসার অনুরোধ জানাব আমরা।