ভাঙ্গামোড় ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা


ভাঙ্গামোড় ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে ৪কোটি ৮৮ লক্ষ ১৭ হাজার ৮০০ শত ৪০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ১১ টায় ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ । ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রতি আয়োজিত বাজেট চেয়ারম্যানের নির্দেশে বাজেট ঘোষণা করেন ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সচিব সাজেদুল ইসলাম। এসময় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মরিয়ম বেগম,নাজমা বেগম, আজিনা বেগম, মাহবুবুর রহমান, মুকুল সরকারসহ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব হোসেন লিটু ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলো।