ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে: তারেক রহমান
অনলাইন নিউজ ডেক্স
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন সবাই।’
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনি জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ১৫ বছর। মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুম-খুন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে। এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে। মা-বোনদের আইডি কার্ডের নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে তারা।’
তারেক রহমান আরও বলেন, ‘১৯৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে তারা এই কাজগুলি করছে। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি জেলায় তাদের ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে।’
বক্তব্য শেষে তারেক রহমান মঞ্চে বসা কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের জন্য ধানের শীষে ভোট চান।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
