মতলব নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ
অনলাইন নিউজ ডেক্স
মৎস্য অধিদপ্তরের অর্থায়নে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে জাতীয় মাছ ইলিশ রক্ষায় ৫২৬ জন নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাউল বিতরন করা হয়।
গত ১ এপ্রিল শনিবার সকাল ১১টায় উপজেলার নায়েরগাঁও ইউনিয়ন খাদ্য গোডাউন সংলগ্ন মাঠে এ চাউল বিতরণ করা হয় ।
বিতরণকালে মতলব দক্ষিণ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, \"আজকের জাটকা, আগামী দিনের বড় ইলিশ \" গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইলিশ মাছ জাতীয় সম্পদ রক্ষায়, পদ্মা এবং মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল এ দুই মাস জাটকা ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষনা করেন। তাই সরকারের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদেরকে চাল দিয়ে সহযোগীতা করা হচ্ছে।
এছাড়াও জেলেদের স্বাবলম্ভী করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করে জেলেদের সার্বিক সহযোগীতা করে আসছে এ সরকার।
ইউনিয়নের মেহারণ গ্রামের সুবিধাভোগী জেলে, শান্ত দাসের ছেলে অমর চাঁদ,শশী মহনের ছেলে প্রাণকৃষ্ণ দাস, সুকুমার দাসের ছেলে চরন দাস,শান্ত দাসের ছেলে মহাদেব দাস, ব্রজলাল দাসের ছেলে রাখাল চন্দ্র, সুত্রধরের ছেলে শংকর দাস,নকুল দাসের ছেলে মালী চরণ দাসসহ একাধিক কার্ডধারী জেলে জানান,সরকারের দেওয়া চাল পেয়ে আমরা অত্যন্ত খুশী। এ চাল পেয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও নদীতে মাছ ধরা থেকে বিরত রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম,সংরক্ষিত মহিলা মেম্বার পারুল রানী, ৯নং ওয়ার্ড মেম্বার ভরত দাস,মৎস্য প্রতিনিধি মোঃ রিফাত পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম,আবু সায়েম মাস্টার, ও মৎস্যজীবি প্রতিনিধি- মনোরঞ্জন বেপারীসহ নিবন্ধিত জেলে প্রমূখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।