মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ


মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ
আজ মঙ্গলবার ( ২০ জুন) চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে বছরের প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মঈন উদ্দীন। সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম। শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, পারভীন আকতার, এস মাহান, সায়মা আকতার, বিবি আমেনা, প্রিয়াংকা বড়ুয়া, নুসরাত সুলতানা ও রিজওয়ানা রহমান। প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তৃতায় তারা অভিভাবকদের সন্তানদের পড়ালেখাসহ বিভিন্ন বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানান। সন্তান যেন ভবিষ্যতে বড়কিছু হতে পারে সেজন্য এখন থেকেই চেষ্টা চালাতে অনুরোধ করেন। পরে অভিভাবকদের উপস্থিতিতে তাদের সন্তানদের ফলাফল ঘোষণা করা হয়।