মহম্মদপুরে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মহম্মদপুর বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক মহোদয় বলেন যে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জরুরি সময়ে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা।