মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মহম্মাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান,আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা-বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বিএনপি\'র নেতা আকতারুজ্জ্মান বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান সুমন, যায়যায়দিন ও গ্রামের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক এস,আর,এ হান্নান,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি দপ্তরের প্রধানগণ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।