মাগুরায় ইশারা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় ০৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, বাংলা ইশারা ভাষা শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের অন্যতম মাধ্যম। সমাজের সকল স্তরে তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে থেকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে আহবান জানান তিনি।