মিরপুর উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই ভোটের মাঠে প্রার্থীরা এগিয়ে এ্যাড.আব্দুল হালিম
অনলাইন নিউজ ডেক্স
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপের মিরপুর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন কে ঘিরে নানা জলপনা-কল্পনার শেষ নেই প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্ব স্ব প্রতীকে ভোট প্রার্থনা করে ভোটারদেরকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
মিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুইজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন দুইজন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুল হালিম পেয়েছেন দোয়াত কলম প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পেয়েছেন আনারস প্রতীক,বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম লিটন পেয়েছেন মোটর সাইকেল প্রতীক ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান আবুল কাশেম জোয়ার্দার পেয়েছেন তালা প্রতীক,শাকিলুর রহমান বিটু পেয়েছেন টিয়া প্রতীক,সোহাগ আহমেদ পেয়েছেন উড়োজাহাজ প্রতীক,মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন টিউবয়েল প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন পেয়েছেন হাঁস প্রতীক, এ্যাড.মর্জিনা খাতুন পেয়েছেন কলস প্রতীক।
সরোজমিনে জনমত জরিপে করে দেখা যায় এ্যাড.আব্দুল হালিম এগিয়ে আছেন। উল্লেখ্য যে মিরপুর উপজেলায় আগামী ২১শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ভোটগ্রহণ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।