যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থায় টিকটক অ্যাপ নিষিদ্ধ
অনলাইন নিউজ ডেক্স
যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থায় ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। ৩০ দিনের মধ্যে অ্যাপটি সরানোর নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
গত সোমবার হোয়াইট হাউস এ সিদ্ধান্ত নেয়। এর আগে গত বছরের শেষ নাগাদ চীনা এ অ্যাপটি নিষিদ্ধে একটি নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
সরকারি সংস্থাগুলোকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উপাত্তগুলো সুরক্ষিত রাখতে সব সরকারি সংস্থাগুলোকে তাদের মুঠোফোন ও ডিভাইস থেকে অবশ্যই টিকটক সরিয়ে ফেলতে হবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি সংস্থার বাইরে সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই টিকটক ব্যবহার করতে পারবেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও তাইওয়ানসহ যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে টিকটকের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।