রাজধানীতে আজ কোথায় কী
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
গুলশান-২-এর বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বেলা সাড়ে ১১টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক কমিটি আয়োজিত শোকসভায় সংবাদ সম্মেলন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে সকাল সাড়ে ১০টায় অসহায় শীতার্তদের মধ্যে শীতের কাপড় বিতরণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সিপিডির কর্মসূচি
ধানমনিন্ডতে নিজ কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় ‘অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০২৬-২০৫০): সিপিডির তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ শীর্ষক প্রেস ব্রিফিং করবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
