শালিখায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শালিখায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মেলা স্থলে এসে শেষ হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারীন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট, জামায়াত নেতা মোঃ নায়েব আলী বিশ্বাস, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলী আহসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষাণ, কৃষাণী।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোন বিকল্প নেই।
সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখার উদ্যোগে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলায় এবছর ১৪ টি স্টল দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে জায়গা করে নিয়েছে হরেক রকম কৃষি পণ্য। মেলাটি চলবে আগামী ২৮ শে মে বুধবার পর্যন্ত।
