শালিখায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত।


\"প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ\" এ প্রতিপাদ্য সমনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর সারাদেশে একযোগে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরার শালিখা প্রাণী সম্পদ অফিসের সামনে এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ সহকারী। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহিন আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যমল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়ায়াচুর রহমান শিকদার,উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি ফার্ম মালিক আব্দুল আলীম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাষ্টার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন,প্রেস ক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী,উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,গণ্যমাণ্য ব্যক্তি বর্গ ও খামারী বৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন। গরু,মহিষ,ঘোড়া,ছাগল,থেড়া,কুকুর,পাখি,প্রণি খাদ্য ও ঔষধ প্রদর্শনী ষ্টল প্রদর্শন করা হয়। সব শেষ খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।