শালিখায় লটারির মাধ্যমে ওএমএস-খাদ্য বান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন


শালিখায় লটারির মাধ্যমে ওএমএস-খাদ্য বান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন
ও এম এস ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করেছেন মাগুরার শালিখা উপজেলা প্রশাসন। রবিবার (২৭জুলাই) বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বনি আমিনের নেতৃত্বে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উন্মুক্ত ভাবে প্রার্থীদের উপস্থিতিতে ওএমএস ডিলারের জন্য মোট ৫৫ টি আবেদন পড়ে যার মধ্যে ৫০ টি বৈধ বিবেচিত হয়। খাদ্য বান্ধব কর্মসূচির জন্য সাতটি ইউনিয়নের ৯৫ টি আবেদন যার মধ্যে ৮৯ টি বৈধ বিবেচিত হয়। পরে লটারির মাধ্যমে ও এমএস ডিলারের জন্য ৩ টি ও খাদ্য বান্ধব কর্মসূচির জন্য ৭ টি ডিলার নিয়োগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, শালিখায় কর্মরত সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।