শালিখায় সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্তির লক্ষ্যে স্পট রেজিষ্ট্রেশন


সোমবার ২৯ এপ্রিল, ২০২৪ তারিখে উপজেলা প্রশাসন, শালিখা, মাগুরা এর আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও স্পট রেজিষ্ট্রেশনের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। জনাব হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা এর সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের নিয়ে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে, সর্বজনীন পেনশন স্কীম একটি যুগান্তকারী পদক্ষেপ। সমাজের প্রত্যেক ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় নিয়ে আসতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত সকলকে এ বিষয়টি সকলের জ্ঞাতার্থে নিজ নিজ অবস্থান থেকে ছড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কীম উদ্বোধন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের মাঝে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে সর্বজনীন পেনশন স্কীমে রেজিস্ট্রেশনের সুবিধার্থে মোট ১০ টি হেল্প ডেক্স কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উক্ত ডেস্কসমূহের মাধ্যমে যেকোন ব্যক্তি তার নিজের তথ্য প্রদান করে স্পটে রেজিস্ট্রেশনের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হতে পারবেন। আসুন, আমরা সকলে জাতীয় পেনশন স্কীমে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজের ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করি ও অন্যকেও উৎসাহিত করি।