শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : এম বি বাকের
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক এমবি বাকের বলেছেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু, তাই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করায় আমাদের দায়িত্ব। যতদিন পর্যন্ত শ্রমিকেরা তাদের অধিকার না পাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।বৃহস্পতিবার (১মে) শালিখা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে ক্ষমতাশীনরা কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। অথচ দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ।তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজ করবো।আমাদের সংগ্রাম চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের আগ পর্যন্ত।এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আতিয়ার রহমান এবং সম্পাদনা করেন সম্পাদক শাহজালাল মৃধা।এ সময় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক মশিউর রহমান, ইব্রাহিম বিশ্বাস, সাজ্জাদ হোসেন, অধ্যাপক আফসার আলী, শাহিনুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শ্রমিকেরা একটি দেশের ভিত্তি তাই তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
