সচেতন ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ
অনলাইন নিউজ ডেক্স
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ তারাই পারে রাষ্ট্রে শান্তি স্থাপন ও সহিংসতা রোধ করতে । এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজাপুরের শহীদ মিনার চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে পিএফজি রাজাপুর।
দেশে চলমান সহিংসতার নিরোসনের লক্ষ্যে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে ১২ আগস্ট ২০২৪ সোমবার সকাল ১১.৩০ মিনিটে রাজাপুর শহীদ মিনার চত্বরে ( প্রস্তাবিত ছিল প্রেসক্লাব চত্বর) রাজাপুর “পিস ফ্যসিলিটেটর গ্রুপ-পিএফজি’র” এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর অর্থায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিএফজি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মো: শাহ জাহান মোল্লার সভাপতিত্বে এবং পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এর কর্মকর্তা, রাজু জবেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মিনু, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা , পিএফজি সদস্য মোসা: ছালমা বেগম, শিক্ষার্থী রুবি ইসলাম, সংবাদিক আলমগীর শরীফ, মো: মনিরুজ্জামান রেজোয়ান, মাঈনুল হক লিপু, কামরুল হাসান রানা, বুলবুল মল্লিক, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য রাকিব হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে ছাত্র জনতার এক গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য উপজেলাবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, এই দেশ আমাদের সকলের। এই দেশে সহযোগিতা, সহমর্মিতার সাথে এক হয়ে হিন্দু মুসলিম, বৈদ্য খ্রীষ্টান বাস করে আসছি। কারো বিজয় উৎযাপনের ভাষা যেন সহিংসতা, লুটপাট বা ধ্বংসযজ্ঞ না হয়। কেউ যেনো নিজের হাতে আইন তুলে না নেই। দূর্বৃত্তদের দ্বারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ আক্রান্তদের রক্ষা করেন ও তাঁদের পাশে দাঁড়ান। প্রাণহানীসহ রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পদ (বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান) ধ্বংসের যে কোনো উদ্যোগ রুখে দাঁড়ান। মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।