সড়ক দুর্ঘটনায় ইসরাইলি মন্ত্রী আহত


সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসরাইলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। ইনজুরি খুব বেশি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম ও রয়টার্সের। শুক্রবার তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেন গাভির যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটি উল্টে পড়ে আছে। পুলিশ কমিশনার কবি সাবতাই সাংবাদিকদের জানিয়েছেন, এ দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। উল্লেখ্য, বেন গাভির ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি।