সাভারে কারখানা দখলের ভিডিও ভাইরাল
অনলাইন নিউজ ডেক্স
দুপক্ষের দাবি ঢাকার সাভারের ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ কারখানাটি তাদের। এ নিয়ে দীর্ঘদিন চলছিল ঢাকা ও সাভার আওয়ামী লীগের শীর্ষনেতাদের দেন-দরবার আর সালিশ।
রোববার সকালে কয়েক হাজার ভাড়াটে সন্ত্রাসী ওই কারখানাটি ‘সি পার্ল গ্রুপের’ দখলে নেয়। এ সময় এক সংবাদকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যেমে কয়েকটি পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘এমপি’র সন্ত্রাসী বাহিনী নিয়ে সাভারে কারখানা দখল’। এ নিয়ে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, এমপি সাইফুল ইসলাম তার ঘনিষ্ঠ দুই সহচর পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ কারখানা দখল।
এসব বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সংসদ-সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার ফোন কারা হলেও কথা বলা সম্ভব হয়নি। পরে বিস্তারিত উল্লেখ করে মোবাইল ফোনে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি। পারভেজ দেওয়ান বলেন, সাংবাদিক মারধর ও কারখানা দখলের বিষয়ে যেসব অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা।
আব্দুল আওয়াল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তবে ফেসবুকে বেশকিছু বিষয় নিয়ে অপপ্রচার করছে কিছু লোক।
সাভার
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।