সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২


সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে মোট ১৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে।মোহাম্মদপুরে গ্রেফতার ১৫ : এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আকাশ ১, কাশেম, রাব্বি, সজীব, মাহাবুল, সিয়াম, শাহরিয়া, শাহাদাত, আলম, তুহিন, আকাশ ২, সুজন, এমদাদুল, সাব্বির ও ফরহাদ।আদাবরে গ্রেফতার ৭ : রাজধানীর আদাবরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি আদাবর থানা পুলিশ। রোববার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শনিবার আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন, মো. স্বপন এবং সালাম ওরফে সুমন।