হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল
অনলাইন নিউজ ডেক্স
টি২০ বিশ্বকাপ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। হাতে সময় থাকায় তাই এখনো স্কোয়াড ঘোষণা করেনি অনেক দলই। আবার যারা করেছে তাদের অনেকেই প্রাথমিক স্কোয়াড বলে জানিয়েছে। অর্থাৎ, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলংকায় সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই দলে পরিবর্তন আনবে। তবে সবার স্কোয়াড ঘোষণার অপেক্ষায় নেই হরভজন সিং। জ্যোতিষবিদ্যা প্রয়োগ করেছেন সাবেক অফস্পিনার। বিশ্বকাপের শেষ চারে কোন দল যাবে তাদের নাম জানিয়ে দিয়েছেন কিংবদন্তি স্পিনার।
দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চার দলের নাম জানিয়েছেন হরভজন। তবে ফেবারিটের তালিকায় রাখেননি দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। তিন সংস্করণ মিলিয়ে ৭১১ আন্তর্জাতিক উইকেটের মালিক বলেছেন, ‘আমি মনে করি, বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে ভারতের। ঘরের মাঠে খেলার সঙ্গে তারা খুবই শক্তিশালী দল। অন্যদের থেকে কন্ডিশন ভালো জানা।
তবে বিশ্বকাপের চাপ যেহেতু ভিন্ন তাই অন্যদের থেকে ভালোভাবে সামলানোও জানতে হবে। এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।’
বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে বাকি তিন দল হচ্ছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সংবাদ মাধ্যম গাল্ফ টুডেকে ৪৫ বছর বয়সী হরভজন বলেছেন, ‘যেকোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে দক্ষিণ আফ্রিকাও অন্যতম দল।
তারা সম্প্রতি অবিশ্বাস্য পারফর্ম করেছে। স্পিনারদের কারণে আফগানিস্তানও শক্তিশালী দল। আমার মতে, এই কন্ডিশনে যেকোনো দলকেই হারাতে পারে তারা। এরাই হচ্ছে আমার শেষ চারের দল।’
