হরিণাকুণ্ডুতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস (এসইডিপি) পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


হরিণাকুণ্ডুতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস (এসইডিপি) পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
‎হরিণাকুণ্ডু উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৩০ জুলাই) বেলা এগারোটায় উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বি.এম তারিক-উজ জামান। । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি লালন শাহ কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জনাব মোঃ শরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল বারী, আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় শিক্ষক নেতা আবুল হাসান মাস্টার। এছাড়াও অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক এবং মেধাবী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি. এম তারিক-উজ-জামান বলেন, “শিক্ষার্থীদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাদের বাবা-মা ও শিক্ষকরা। আমি চাই, আজকের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং তারা ভবিষ্যতে আরও উচ্চতর সফলতা অর্জনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাক” অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “এই পুরস্কার শিক্ষার্থীদের মেধার স্বীকৃতির পাশাপাশি আর্থিক সহায়ক হিসেবেও কাজ করবে। তবে জিপিএ-৫ বাড়লেও শিক্ষার গুণগতমান উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।