অ্যাপ সমস্যায় কী করবেন
অনলাইন নিউজ ডেক্স
কারিগরি ত্রুটি বা ডিভাইসে হঠাৎ সৃষ্ট কোনো সমস্যার কারণে হোয়াটসঅ্যাপ কাজ নাও করতে পারে। সোশ্যাল মিডিয়ার এই অ্যাপ এতটাই জরুরি যে, এটি ছাড়া চলা প্রায় কঠিন হয়ে পড়েছে। আত্মীয়স্বজন ও বহির্বিশ্বে দাপ্তরিক যোগাযোগে এই অ্যাপ এখন জনপ্রিয়তার শীর্ষে। তাই হুট করে এতে সমস্যা সৃষ্টি হলে চিন্তায় পড়েন অনেকে।
সমস্যা হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। তাই সমস্যা কাটিয়ে দ্রুত অ্যাপটি চালু করার কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন।
ডাউন কিনা
মাঝেমধ্যে কারিগরি কারণে এই অ্যাপ মূল সার্ভার থেকে ডাউন হয়ে যায়।
অনেক সময় এমন সমস্যা ফোনে নয়, বরং অ্যাপ্লিকেশনে সমস্যা তৈরি হয়। তাই এই অ্যাপে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, তা জানতে ডাউনডিটেক্টর সাইট থেকে তথ্য যাচাই করবেন।
রিস্টার্টে সমাধান
অ্যাপটি দ্রুত রিস্টার্ট করলে ছোটখাটো কারিগরি ত্রুটি তাৎক্ষণিক সেরে যেতে পারে। শুধু ব্যাকগ্রাউন্ড থেকে এই অ্যাপ বন্ধ করলে হবে না; রিফ্রেশ করে আবার তা সক্রিয় করতে হবে।
ডিভাইস রিস্টার্ট
হঠাৎ অ্যাপে সমস্যা হলে ফোন ডিভাইসকে রিস্টার্ট করতে হবে। এতে অপারেটিং সিস্টেম পুরোপুরি রিফ্রেশ হয়ে যায়। সাময়িক অনেক ত্রুটি এতে সমাধান হয়ে যায় বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে।
নতুন সংস্করণ
কিছুদিন পরপর এই অ্যাপের আপডেট সংস্করণ আনে মেটা। এই আপডেট সংস্করণে শুধু নতুন ফিচার পাওয়া যায় তা নয়; বরং আগের সংস্করণের অনেক নিরাপত্তা ত্রুটির সমাধান পাওয়া যায়।
