আত্রাইয়ে শতবর্ষী ঐতিহ্য সীতাতলা পৌষ মেলা শুরু


আত্রাইয়ে শতবর্ষী ঐতিহ্য সীতাতলা পৌষ মেলা শুরু
গ্রামীণ ঐতিহ্য নিদর্শন এবং নদী ও বিল বেষ্টিত ২৮৪.৪০ বর্গ কিঃমিঃ প্রায় তিন লক্ষ জনসংখ্যার বসবাসে গড়ে উঠা উত্তরের সীমান্ত ঘেষা গ্রামীণ জনপদ নওগাঁ র আত্রাই উপজেলায় জমে উঠেছে পৌষ সংক্রান্তির পৌষ মেলা। প্রতিবছরে পৌষ মাস শেষ হলেই উপজেলার বেশ কয়েকটি স্থানে শুরু হয় মেলার আয়োজন তন্মধ্যে বহুল পরিচিত জাম গ্রাম সীতাতলার মেলা। ১৪ই জানুয়ারি বুধবার পহেলা মাঘ থেকে শুরু হয়েছে এই মেলা। বাঙ্গালী সংস্কৃতির সাথে শত বর্ষি এই মেলার সংযোগ সেই আদি কাল থেকে। উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জাম গ্রাম নামক স্থানে জমে উঠে এই মেলা, এজন্য লোকমুখে বহুল পরিচিত এই মেলার নাম জাম গ্রামের মেলা বলা হয়ে থাকে। মেলার এক পাশে রয়েছে সীতা দেবীর প্রতি পূজা অর্চনা করার স্থান, লোকমুখে প্রচলিত আছে দেবী সীতা এখানে শ্রী শ্রী রামের সাথে বনবাসে এসেছিলেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত এখানে অবস্থান করেছেন। মেলার আগের দিন সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী মানুষদের পাদচারণা এবং পূজা অর্চনার মধ্যে দিয়ে আনন্দ মুখর হয়ে উঠে এই স্থানটি।সনাতন ধর্মাবলম্বীদের এই আচার অনুষ্ঠান উপভোগ করেন জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। এ যেন বাঙালী ইতিহাস ঐতিহ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিদর্শন। প্রতি বছরই পৌষ মাসের শেষে তিনদিন ব্যাপী জমে উঠে এই মেলা। মেলার দ্বিতীয় দিনকে বলা হয় বউ মেলা। মেলা উপলক্ষে এই গ্রাম সহ আশে পাশের বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে অতিথি আগমন করে বেশ। মেয়ে- জামাতা, নাতি- নাতনিদের আগমনে উৎসবের আমেজ বিরাজ করে। আপ্যায়নের জন্য বাড়ির গৃহিণীরা নাড়ু মুড়ি সহ নানা ধারণের মিষ্টান্ন তৈরি তে ব্যাস্ত সময় পাড় করেন। এই উৎসব ঐতিহ্যবাহী মেলা কে ঘিরে। সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে প্রথম দিনেই অভিভাবকদের সাথে শিশুদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।কারণ শিশুদের জন্য নাগরদোলা, চরকি,সহ নানা ধরনের খেলার উপকরণ রয়েছে মেলায়, সারি সারি খেলনা ও নানা রং এ চোখ ধাঁধানো খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা । হরেক রকম মিঠাই মিষ্টান্নের দোকান নজর কেড়েছে মেলায় বসানো মাছের বাজারে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ সেই সাথে কাঠ, বেত এবং লোহার তৈরি বিভিন্ন ফার্নিচারের দোকান। এ মেলায় সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের রয়েছে ধর্মীয় আচার রীতি অনুযায়ী বিভিন্ন আয়েজন।