তিতাসে “ভি ডব্লিউ বি”কার্ডধারীদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত


কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে vulnerable women benefit (ভি ডব্লিউ বি) এর ১৫৬ জন কার্ডধারীদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ বলেন, জন নেত্রী শেখ হাসিনার উপহার আমরা প্রতিনিধি হিসেবে আপনাদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এখানে কোন অনিয়ম,দূর্নীতি বা প্রতারণার শিকার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কেউ কার্ড করে দেওয়ার কথা বলে টাকা চায় তাহলে আমাকে জানাবেন। যেহেতু এগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আপনাদের প্রাপ্য সেহেতু কাউকে কিছু দেওয়ার কোন সুযোগ নেই। আমরা চাই স্বচ্ছভাবে উপহার গুলো আপনাদের হাতে তোলে দিতে। ইউপি সচিব আলমাছুর রহমান বলেন, যাদের নামে কার্ড হয়েছে তারাই আগামীকাল সোমবার সকাল ৯টায় চাউল নিতে আসবেন। প্রতি মাসে যার যার একাউন্টে সঞ্চয় হিসেবে ২২০ টাকা করে জমা দিয়ে ৩০ কেজী অর্থাৎ এক বস্তা চাউল নিতে হবে তবে এবার ২ মাসেরটা এক সাথে দিয়ে দেওয়া হবে। এভাবে প্রতিজন কার্ডধারী প্রতি মাস ২ বছর ৩০ কেজি করে চাউল দেওয়া হবে। ১নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান ভূঁইয়া বলেন, আমাদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ একজন কর্মীবান্ধব চেয়ারম্যান। তিনি আমাদের এমপি সেলিমা আহমাদ মেরীর আস্থাভাজন ব্যক্তি।সে সবসময় সচ্ছতার সাথে সব কিছু করে থাকেন। তাহার সেবায় মুগ্ধ আমার ওয়ার্ডবাসী। ২নং ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী বলেন,আমরা একজন কর্মীবান্ধব চেয়ারম্যান পেয়েছি।তিনি সব কিছু জনগণের মাঝে সচ্ছভাবে বন্টন করে থাকেন। তাহার মাঝে কোন অহংকার অহমিকা নেই। শত ব্যস্ততার মাঝেও যে কোন কাজের জন্য গেলে করে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শওদাগর,কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম,উক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নার্গিস আক্তার, সমাজ সেবক মিজান ভূঁইয়া,মতিউর রহমান মেম্বার, লিটন মেম্বার, রুবেল মেম্বার, আওলাদ হোসেন মুন্সি, তাইজুল ইসলাম তারা প্রমূখ।