কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক আবদুল মোনায়েম
মুন্না এবং সকল কারাবন্দী নেতাদের নি:শর্ত মুক্তির দাবিতে (২২ মার্চ) বুধবার
দুপুরে তারাকান্দায় ময়মনসিংহ উত্তত জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
মোস্তাফিজুর রহমান মোস্তাক এর নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান
সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে
ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তরজেলা বিএনপি’র একমাত্র যুগ্ম
আহবায়ক ও ফুলপুর-তারাকান্দা সংসদীয় আসনের নেতা মোতাহার হোসেন
তালুকদার। মিছিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-
সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জান
ওয়াহিদ,আরিফুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,শাহজাহান
সিরাজ,সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ডিকে,জাকারিয়া আলম,সদস্য
বিল্লাল হোসেন, শাহজাহান নার্সারি,আশরাফুল আলম,তারাকান্দা উপজেলা যুবদলের
ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,যুগ্ম আহবায়ক আব্দুল বাশার,জুয়েল
মন্ডল,ফরিদ আহাম্মেদ,আলাল উদ্দিন,হুমায়ূন সরকার,লিটন মুন্সি প্রমূখ।