নওগাঁর নিয়ামতপুরে কাপড়ের দোকানে অগ্নিকান্ড,৭ লক্ষাধিক টাকা মূল্যের কাপড় পুড়ে ছাই।
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর নিয়ামতপুরের উপজেলা সদরে থানার সামনের দুইটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আনুমানিক ৭ লক্ষাধিক টাকা মূল্যের কাপড় পুড়ে গেছে।
বুধবার ৩১ মে রাত ১১টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিয়ামতপুর উপজেলা সদরে নিয়ামতপুর থানার সামনের আন্ডার গ্রাউন্ড মার্কেটের উপরে পাশাপাশি দুইটি বড় কাপাড়ের দোকান শামীম ক্লোথ স্টোর ও জোবায়ের ক্লোথ স্টোরের মালিকরা বাসায় চলে যায়। এসি চালু অবস্থায় ছিল।
বুধবার ৩১ মে রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দোকানটিতে আগুন লেগে যায়।
এ সময়ে নৈশ্য প্রহরী ঘটনাটি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়, খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, নিয়ামতপুর থানার পুলিশ এবং দোকান মালিক সদর উপজেলার আন্ডার গ্রাউন্ড মার্কেটের (থানার সামনে) ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রায় ২ ঘন্টা চেষ্টার পর অগুন নেভাতে সক্ষম হয়। ভয়াবহ এ অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষ টাকার শাড়ী কাপড় পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইন চার্জ আরশেদ আলী বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই।
অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষাধিক কাপড় পুড়ে যায় এবং ২০ লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্তে সঠিক কারণ জানা যাবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।