শালিখায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে ভস্ম
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার শালিখায় মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে উপজেলা প্রশাসনের পরিচালনায় ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১অক্টবর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফটকি নদীর কেচুয়াডুবি থেকে রামকৃষ্ণপুর অংশে অভিযান পরিচালনা করে ৩০পিচ (৬০০ মিটার) অবৈধ চায়না দুয়ারী জব্দ করা হয় এবং উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার কবির জেলা মৎস্য অফিসার মাগুরা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) সুদিপ বিশ্বাস, উপজেলা ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস প্রমূখ। উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য দস্যু দমন করতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সবাইকে অবৈধ মৎস্য সরঞ্জাম দিয়ে মাছ শিকার না করার আহ্বান জানান।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।