ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদিনহো ঢাকায়
অনলাইন নিউজ ডেক্স
![ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদিনহো ঢাকায়](https://donetbd.com/wp-content/uploads/2023/10/image-730256-1697622999.jpg)
ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো ঢাকা এসেছেস। বুধবার বিকাল ৩ টার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঢাকায় বিকেলে সফর শেষ করে রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত।৪৩ বছর বয়সি এই স্ট্রাইকার রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।বার্সার জাগরণের নেপথ্যে রোনালদিনহোরও ভূমিকাকে বড় করে দেখেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। এসি মিলানের হয়েও সিরি আ জিতেছেন রোনালদিনহোও। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি।
![](https://donetbd.com/wp-content/uploads/2023/02/logo.jpg)