হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
অনলাইন নিউজ ডেক্স
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ফলে তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই।
বুধবার (৮ মে) নির্বাচন কমিশন (ইসি) ও উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান। নায়েব আলী জোয়ার্দ্দারের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও এবিএম ইলিয়াস কচি। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
পরে আইনজীবী মো. খালেকুজ্জামান জানান, উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ স্থগিত চেয়ে ইসি ও এক প্রার্থীর পক্ষে আলাদা আবেদন করা হয়েছিল। আজ চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছেন। ফলে তফসিল অনুযায়ী ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই।
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোটের তারিখ ধার্য করে গত ২৩ এপ্রিল এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ২৫ এপ্রিল এ তফসিল স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। এরপর গত ৬ মে ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে তফসিলটি তিন সপ্তাহের জন্য স্থগিত করেন বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ।
পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। এসব আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।