আজও রাজপথে সতর্ক থাকবে আ.লীগ
অনলাইন নিউজ ডেক্স
বিএনপির পদযাত্রা কর্মসূচির দিনে আজ রাজপথে সতর্ক থাকবে আওয়ামী লীগ। রাজধানীজুড়ে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠন শান্তি ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সকাল থেকেই রাজধানীর থানা-ওয়ার্ডে সতর্ক পাহারার থাকবে নেতাকর্মীরা। তবে মাঠে থাকলেও বিএনপির কর্মসূচিতে সরাসরি কোনো ধরনের বাধা দিতে চায় না আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, তাদের এসব কর্মসূচি পালটাপালটি নয়। তাদের দাবি-কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই তারা সতর্ক পাহারায় থাকবেন।‘দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে’ আজ শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকাল ৩টায় মোহাম্মদপুর কাদেরাবাগের হাজী মকবুল হোসেন কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট শাখাকে সতর্ক থাকতে বলা হয়েছে। পদযাত্রার সময় যেন বিএনপি কোনও নাশকতা করতে না পারে, সেজন্য পাহারায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।যুবলীগও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এবং বিকাল ৪টায়, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।