বিশিষ্ট দানবীর সাবেক মধুখালী উপজেলা  চেয়ারম্যান  মাহমুদুুন নবী ২৯তম মৃত্যু বার্ষিকী
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ও মাহমুদুুন নবী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম মাহমুদুুন নবী(পিয়ারা মিয়া)এর আজ ১২ জুলাই শুক্রবার ২৯ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ হতে উপজেলার ব্যাসদী গ্রামের নিজ বাড়ীতে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মাহমুদুুন নবী উচ্চ বিদ্যালয়,ব্যাসদী নবী সংঘ সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসুচী
গ্রহণ করেছে।
উল্লেখ্য মরহুম মাহমুদুুন নবী(পিয়ারা মিয়া)১৯৯৫ সালে ১২ জুলাই হৃদ রোগে আক্রান্ত হয়ে হোসেন শহীদ সরোয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন।