প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটউক্তি করার  প্রতিবাদে  মধুখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                      
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    কোটা বিরোধী আনন্দলন কারীদের প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটউক্তি করার প্রতিবাদে ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের আয়োজনে মানবন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ।
১৬ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিলের আয়োজনে দেশে কোটাবিরোধী আন্দোলনকারীরা বাঙ্গালী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীরমুক্তিযে াদ্ধাদের নিয়ে কুটউক্তি রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে রপ্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার মো. খুলশীদ আলম, শেখ আব্দুল ওহাব, হাজী আব্দুস সালাম মিয়া, আবুল বাসার, সমরেন্দ্রনাথ বসু, আশরাফুজ্জামান ইলিযাস এনামুল হক মাহাবুবসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডের সহকারি কমান্ডার এসএম শফিউল আলম, আকিদুল ইসলাম, আব্দুস সালাম এবং পৌর কমন্ডার আব্দুলআলি শেখপ্রমুখ।
মুক্তিযোদ্ধারা ঢাকাসহ সারাদেশে কোটাবিরোধীর আন্দোলনের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাষ্ট্রবিরোধী কর্মকান্ড অংশ নিয়ে দেশ কে এক অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছেন তারতীব্র প্রতিবাদ জানান। পরে তারা বিক্ষোভ মিছিল
নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার (ভারপ্রাপ্ত) মামনুন আহমেদ অনীকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
				   
				   				 
			   
          
                   