নওগাঁয় ওএমএস( ওপেন মার্কেট সেল)দোকানে প্রশাসনের অভিযান।
              
                  
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    নওগাঁয় অনিয়ম রুখতে ওএমএস (খাদ্যবান্ধব) কর্মসূচির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে খাদ্য বিভাগ এবং জেলা প্রশাসন। 
বুধবার সকাল সাড়ে ১১টায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর নির্দেশনায় পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ওএমএস এর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায়, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলয় রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির সহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
এসময় উত্তম কুমার রায় জানান, খাদ্যবান্ধব কর্মসুচীর চাল এবং আটা’র মান বিবেচনা ও সঠিক নিয়মে গ্রাহকরা পাচ্ছে কি না তা যাচাই করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের কাছে ওএমএস এর পণ্য ব্যবহারের গুনগত দিক তুলে ধরা হয়েছে।
সদর উপজেলার ১২টি পয়েন্টে সকাল থেকে অভিযানে কোন প্রকার অনিয়ম ও অভিযোগ তারা পান নি। যদি এমন অভিযোগ পেয়ে থাকেন তবে এর যথাযথ ব্যবস্থা গ্রহনের কথা জানান খাদ্য বিভাগের এই কর্মকর্তা।
জেলা সদরের পৌর এলাকার মোট ১২টি কেন্দ্রে প্রতিদিন ৭৫০ কেজি চাল, ৭৫০ কেজি আটা নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারিভাবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিক্রয় করা হচ্ছে।				   
				   				 
			   
          
                   