‘পাঠান’ চূড়ান্ত হয়নি, দেশের হলে ৩ মার্চ মুক্তির পোস্টার!


শাহরুখ খানের সুপারহিট ছবি ’পাঠান’ মুক্তি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই তোরজোর চলছে বাংলাদেশে। হিন্দি ছবি দেশে চালানোর একটা সিদ্ধান্তে আসলেও ’পাঠান’ ঠিক কবে মুক্তি পাবে সে বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি এখনো। এমনকি ছবিটি সেন্সরেও জমা পড়েনি। এরই মধ্যে দেশের কিছু হলে পাঠান মুক্তির তারিখ জানিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে। ময়ময়নসিংহে ছায়াবাণী সিনেমা হলটির ভিতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ৩ মার্চ ‘পাঠান’-এর শুভমুক্তি।রোববার দুপুরে এমনই দুটি স্থিরচিত্র আসে । জানা গেছে, সার্ভার নিয়ন্ত্রণে আছে এমন অল্প সংখ্যক সিঙ্গেল স্ক্রিনে ৩ মার্চ চলবে ‘পাঠান’! সেইসঙ্গে চলবে দেশের সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে। সার্ভার সংকট মিটিয়ে ১০ মার্চ থেকে বড় পরিসরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলবে। ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, মুক্তির আগে প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ রিলিজ কত তারিখ। ৩ মার্চ মুক্তি পাবে এই খবর জেনেছি। ইতিবাচক সংকেত পেয়ে পোস্টার লাগিয়ে রেখেছি। এদিকে ৩ মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধ পটভূমির গল্প নিয়ে দুটি ছবি মুক্তির ঘোষণা দিয়েছে। একটি \'জেকে ৭১\' অন্যটি \'ওরা সাতজন\'। দুটি ছবিই ৩ মার্চ মুক্তি পাবে বলেও নিশ্চিত করেছেন যথাক্রমে ফাখরুল আরেফিন খান ও খিজির হায়াত খান।