প্রয়োজনের সীমারেখা


প্রয়োজনের সীমারেখা

মানি প্রয়োজন আছে, কিন্তু কতটুকু?
সেটা কি জানা আছে?
খাওয়া,পরা, চিকিৎসা,বাসস্থান, শিক্ষা আর কি?
জানি আর খুব বেশিদূর এগোতে পারবে না।
তাহলে কেন এই অন্তহীন লিপ্সা?
তুমি কি জানো তোমার এই লাগামহীন লালসার কারণে
জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে শত সহস্র পরিবার।
আচ্ছা কত টাকা তুমি খরচ করতে পারো এক মাসে?
কত খরচ করেছ সর্বোচ্চ?
হাহা, জানি জুয়া খেলার অভ্যাস নেই তোমার
তাহলে যা জমিয়েছো কত বছর লাগবে খরচ করতে?
পাঁচ প্লেট খাবার একসাথে খাওয়া যায়না
পাঁচটা গাড়িতে একসাথে চড়া যায়না
পাঁচটা রুমে একসাথে ঘুমানো যায়না
তাহলে? বুঝেছো তোমার প্রয়োজন কতটুকু।
সৃষ্টিকর্তা তোমার ভোগের সীমারেখা এঁকে দিয়েছেন
তোমার অজান্তে, তুমি মানো আর নাই বা মানো।
হয়তো বলবে ভবিষ‍্যৎ বলে কথা থাকে
হ্যাঁ থাকে, ভবিষ্যতের মালিক তুমি নও
যে ভবিষ‍্যতের মালিক সেই চিন্তা তার।
তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছ
সেটা নিয়ে তো তোমার অনেক গর্ব।
সব করেছ তুমি নিজে, তোমারই প্রচেষ্টার ফসল।
তুমি পারলে যারা ভবিষ্যতে আসবে তারাও পারবে
যদি পারো তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব‍্যবস্থা করে যেও।
এতে খুব বেশি খরচা হবে না নিশ্চয়।

ঢাকা – কুষ্টিয়া হাইওয়ে
ডিসেম্বর ১, ২০২৪