ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                      
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের আড়াই ঘণ্টার সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়ি ভাঙচুর হয়।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুজারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন ভর্তি হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ৩টি বাড়ি ভাঙচুর হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। এলাকায় ভূইয়া ও মাতুব্বর পক্ষ নামে পরিচিত। ভূইয়া পক্ষে বর্তমানে নেতৃত্ব দেন লুৎফর ভূইয়া ও মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন মওলাদাত মাতুব্বর। এ দুপক্ষের মধ্যে অতীতে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সর্বশেষ সোমবার দুই পক্ষের কয়েকশত লোক ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টার অধিক সময় সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সংঘর্ষে আহত ৯ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে জাহিদ ভূইয়াকে (৫৫) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের শরীরে কোপের আঘাত ও ইট-পাটকেলের আঘাত রয়েছে।
আহত ব্যক্তিরা জানায়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ভূইয়া পক্ষের জাহিদ ভূইয়া (৫৫), শওকত ভূইয়া (৪০), কামরুজ্জামান ভূইয়া (৩৫), জাফর ভূইয়া (৬৫), মেহেদী হাসান ভূইয়া (২৫) ও মাতুব্বর পক্ষের মিন্টু মাতুব্বর (৪৫), মোজাহার মোল্লা (৫৫), নুরুল হক মোল্লা (৬০), রবিউল ইসলাম (১৭) রয়েছে। ভূইয়া পক্ষের জাহিদ ভূইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভূইয়া পক্ষের জাফর ভূইয়া বলেন, গত শনিবার রাত ৯টার দিকে আমাদের পক্ষের হান্নান ভূইয়ার ছেলে ইমন ভূইয়াকে (২২) ফোনে ডেকে নিয়ে মাতুব্বর পক্ষের কিশোররা মারধর করে। আহত অবস্থায় ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার মাতুব্বর পক্ষ আমাদের উপর হামলা করে। আমাদের পক্ষের তোফা ফকিরের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাতুব্বর পক্ষের মিন্টু মাতুব্বর বলেন, ভূইয়া গ্রুপের ইমনসহ কয়েকজন গত কয়েকদিনে আমাদের পক্ষের রিপন, তামিম, মুরাদকে মারধর করে। সোমবারও ভূইয়া পক্ষ আমাদের উপর হামলা করে। আমাদের পক্ষের যুবরাজ মাতুব্বর ও নুরুল হক মোল্লার বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।				   
				   				 
			   
          
                   