নাশকতার মামলায় চাঁদপুর সদরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

গত বছর ৪ আগস্টের নাশকতা মামলায় চাঁদপুর সদরের ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এর আদালতে তাদের জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালত প্রাঙ্গনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় তারা প্রিজন ভেনে থানা আসামীদের উদ্দেশ্যে ইটপাটকেল ছুড়ে মারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কারাগারে পাঠানো সাবেক চেয়ারম্যানরা হলেন-সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের মো. বিল্লাল হোসেন মাষ্টার, ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, ৬ নং মৈশাদী ইউনিয়নের নুরুল ইসলাম পাটওয়ারী, ৯নং বালিয়া ইউনিয়নের রফিকুল্যা পাটওয়ারী এবং ১৩ নং হানাচর ইউনিয়নের ছাত্তার রাঢ়ী। এসব আসমীরা ৫ আগস্টে বিএনপির নেতকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগেরও সরাসির অংশগ্রহণ করেন। তবে ঐ দিনের ঘটনায় কেউ আসামী হয়েছেন কিনা তা জানা যায়নি। এদের মধ্যে ১৩নং হানার চর ইউনিয়ন চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী ৫ আগস্টে চাঁদপুর সদর উপজেলা হরিনা চৌরাস্তা এলাকায় দোকানপাটে অগ্নিসংযোগ করেন বলে এলাকাবাসী জানান।
এর আগে সাবেক এই পাঁচ চেয়ারম্যান ছাত্র-জনতার আন্দোলনের পরে দায়ের করা চাঁদপুর সদর মডেল থানার জিআর ৫৮৫, ৫৭৯ ও ৫৭১ মামলায় উচ্চ আদালতের জামিনের কাগজ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জমা দিতে আদালতে আসেন। পরে আদালত সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
তিনি বলেন, এই পাঁচ সাবেক চেয়ারম্যানকে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় দায়ের করা ৬৩০ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়। এই মামলার বাদী আল-আমিন হোসেন। ঘটনা ৪ আগস্ট হলেও মামলা হয় ওই বছর ১৮ অক্টোবর।
