আমরা চাঁদাবাজমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: এমবি বাকের


আমরা চাঁদাবাজমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: এমবি বাকের
আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আমরা একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা কোন মানুষের ভয়ে রাজনীতি করি না আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে রাজনীতি করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজনীতি করি আর এটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার বিকালে শালিখা পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল, নড়াইল জেলা শাখার আমীর এ্যাড: আতাইর রহমান বাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক সোসাল সার্ভিস মুসলিম উম্মাহ অব আমেরিকা(ভার্জেনিয়া রাজ্য) শরিফুল ইসলাম নান্নু শিকদার, মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শালিখা উপজেলা সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আ: জলিল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফারুক হোসাইন, , শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহ পরিচালক অধ্যাপক মশিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ইব্রাহিম বিশ্বাস, শালিখা উপজেলা যুব বিভাগের যুগ্ন সম্পাদক শিমুল হুসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবল হাসান প্রমূখ।