গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত


গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের চলমান গণহত্যামূলক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫২ জন।এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে ৫১,৩৫৫ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭,২৪৮ জনে দাঁড়িয়েছে।বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তুপের নিচে ও রাস্তায় পড়ে আছে। কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।এ নিয়ে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬২,০০০-এরও বেশি বলে আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দু’মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে ইসরাইল।এই নতুন ধাপে ইসরাইল এখন পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৫,২০০ জনকে আহত করেছে।গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)।এছাড়াও ইসরাইলের বিরুদ্ধে গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা চলমান।