রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে স্পেন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে স্পেন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির পক্ষ থেকে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।সাক্ষাৎকালে বিএনপি নেতারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং দূতাবাসের সেবার মানোন্নয়ন নিয়ে মুক্ত আলোচনা করেন। তারা কনস্যুলার সেবা আরও গতিশীল করতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের প্রস্তাব পেশ করেন।সভায় বক্তব্য দেন বিএনপির নেতা মাহবুবুর রহমান ঝন্টু, হেমায়েত খান, আব্দুল মুজাক্কির, আব্দুল মোতালেব বাবুল, জাকির হোসেন জাকি, সুমন হাওলাদার, মুহিব বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপার আহমেদ, সদস্য সচিব আসাদ আলী, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সমছু এবং সিনিয়র সহ-সভাপতি কবির ইসলাম প্রমুখ।বক্তারা এ সময় স্পেনে পাচার হয়ে আসা বিলিয়ন ইউরোর উৎস, বিশেষ করে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে নেতারা দূতাবাসে ফটোকপি ও স্ক্যানার মেশিন স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।রাষ্ট্রদূত মাসুদুর রহমান ধৈর্য সহকারে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য ক্ষেত্রে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।দূতাবাসের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও রাজনৈতিক সচিব ইমাদুল হক এবং বাণিজ্যিক কাউন্সিলর ও শ্রম সচিব মু’তাসিমুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন স্পেন বিএনপির নেতৃবৃন্দ আকবর শেঠ, মোহাম্মাদ সাঈদ মিয়া, বাবুল মিয়া, সৈয়দ নাসিম, আব্দুল মতিন, আবুল কাশেম মুকুল, ইউনুস আলী, যুবনেতা আব্দুল মজিদ সুজন, শাহ আলম, এস এম মনির, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান মুকুলসহ আরও অনেকে। তারা রাষ্ট্রদূতের কাছে নিজেদের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেন।