হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের।


হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্রা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলামিন(১৬)। সে রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে মাহিন্দ্র গাড়ির পিছনের চাকা হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার সময় সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছাল সে মৃত্যুর কোলে ঢলে পরে।হরিপুর থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।