অসহায় শীতার্ত মানুষের পাশে মাগুরা রিপোর্টার্স ইউনিটি
দিপল ঘোষ, জেলা প্রতিনিধি, মাগুরা, খুলনা
মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মাগুরা জেলার বিভিন্ন স্থানে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে এবং মফস্বল এলাকায় প্রকৃত অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী গত কয়েক দিন ঘুরে ঘুরে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ২৫০ জনের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় তারা চলমান এই তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান মানুষের প্রতি অনুরোধ জানান।