খোকসায় ঈদুল ফিতর সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি
              
                  
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    কুষ্টিয়া খোকসায় বুধবার ২৯,০৩,২০২৩ খোকসা ১ নং ইউনিয়ন পরিষদে সকাল দশটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত টিসিবির পণ্য দেওয়া হয়। নির্ধারিত স্থানে আসতে শুরু করে নিম্ন আয়ের মানুষ। সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি তারা।
টিসিসির বিক্রয় পয়েন্টে নিম্ন আয়ের মানুষের ভিড়। একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য মিলছে। প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার পর্যন্ত সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি, এবং ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা কিনছেন ভোক্তারা।
সকালে ১ নং ইউনিয়ন প্রাঙ্গণে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন খোকসা ইউনিয়নের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল মালেক প্রমূখ।
 বাজারের চেয়ে কম টাকায় নিত্যপণ্য কিনতে পেরে ভোক্তারা স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, আমরা এগুলো ন্যায্যমূল্য পেয়েছি। দাম বাজারদর থেকে অনেক কম।