মাগুরায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত


\"প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ\" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল ৯ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার সদস্য সচিব ডাঃ মোঃ জহুরুল আলম সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এস এম আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সহকারী ডেপুটি কমান্ডার (দপ্তর) ও সাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুট্যান্ট মোঃ ওয়ালিদুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিহির কান্তি বিশ্বাস । উক্ত অনুষ্ঠানে ৩০টি প্রাণিসম্পদের কর্ণার স্থাপন করা হয়।