নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা।
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।জানা যায়, পুলিশে দেওয়ার আগে ছাত্রদলের নেতাকর্মীরা সৈয়দ মুজিব গ্যান্দাকে উপজেলা পরিষদ চত্বরে ঘিরে ধরে। পরে তাকে জোরপূর্বক থানায় নিয়ে এসে পুলিশে সোর্পদ করে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের যুবদল নেতা মেহেদী হাসান বাদী হয়ে নাশকতার অভিযোগ একটি মামলা করেন। ওই মামলায় ৩৭ জন নামধারী ও অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে সৈয়দ মুজিব গ্যান্দাকে আটক দেখানো হয়।নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সৈয়দ মুজিব গ্যান্দা নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামি।তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।